বগুড়া জেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আগামী ২৪ ডিসেম্বর গণ-মিছিলে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার বগুড়া জেলা কৃষকদল কার্যালয়ে জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি'র সভাপত্বিতে ও সদস্য এনামুল হক সুমনের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি তার বক্তব্য বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যেকোনো কর্মসূচি এবং আগামী ২৪ তারিখের গণ-মিছিলে জেলা কৃষকদলের সর্বোচ্চ অংশগ্রহণ থাকবে।
বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালাম রুবেল, সদস্য সচিব এবিএম মিলন, শহর কৃষকদলের সভাপতি ফিরোজ সারোয়ার, সহ-সাংগঠনিক রেজাউল করিম, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুর, ধুনট উপজেলা কৃষকদলের আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন চঞ্চল, সারিয়াকান্দি উপজেলা কৃষকদলের আহ্বানে রবিউল ইসলাম রবু, কৃষক নেতা সাইফুল ইসলাম বেলাল, সোনাতলা উপজেলা কৃষকদল নেতা এমদাদুল হক বাদশা, হামিদুল ইসলাম লিটু, শিবগঞ্জ উপজেলা কৃষকদল নেতা আব্দুস সালাম, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, নন্দিগ্রাম উপজেলা কৃষকদল নেতা ইস্কেনদার আলী, আদমদিঘী উপজেলা কৃষকদল আহ্বায়ক আবু রায়হান, কাহালু উপজেলা কৃষকদল নেতা কুতুবশাহাব উদ্দিন বাবু, দুপচাচিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক কাওসার রহমান, সদস্য সচিব আয়তানুর রহমান, তালোড়া পৌর কৃষকদলের সদস্য সচিব নুর ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদল নেতা অ্যাড. সানাউল সায়েম সুমন, ইকবাল হোসেন, বেনিয়াত হোসেন, আবু বক্কর সিদ্দিক, রিমন হোসেন সনি, শামীনুর রহমান, মোস্তফা আবু সালেক মানুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।