মির্জা ফখরুল, শিমুল বিশ্বাস সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বেড়ায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ এএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
পাবনায় বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ও পাবনা-২ আসনের সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিব সহ সকল জাতীয় নেতা ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনা-২ নির্বাচনী এলাকায় বেড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রইজ উদ্দিন আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক,বেড়া উপজেলা বিএনপি), আলহাজ্ব মনিরুজ্জামান মনি (সাবেক যুগ্ম সম্পাদক, বেড়া উপজেলা বিএনপি), শামছুর রহমান সমেজ (সাবেক সফল সভাপতি ছাত্রদল ও যুবদল বেড়া উপজেলা শাখা), কিরন মির্জা (সাবেক সহ- সভাপতি, বেড়া উপজেলা বিএনপি), আতাউর রহমান লাল মাষ্টার (সাবেক সভাপতি, রুপপুর ইউনিয়ন বিএনপি), নূর শরীফুল আলম শরীফ (বিপ্লবী আহ্বায়ক, বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল), আব্দুর রাজ্জাক ফকির (সংগ্রামী আহ্বায়ক, বেড়া উপজেলা যুবদল), মেহেদী মান্নান (সদস্য সচিব, উপজেলা সেচ্ছাসেবক দল), উপজেলা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক বাতেন ফকির, রজব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ মোল্লা, সাবেক ছাত্রনেতা মোল্লা শরিফ, উপজেলা মহিলা দল নেত্রী শেফালী বেগম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, শেখ শাহিন, সামাদ ফকির, শেখ রাসেল, শাহাদাত হোসেনসহ শতাধিক নেতৃবৃন্দ।