বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ এএম, ১৮ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:২৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে শনিবার রাতে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মীদের আবেদন গ্রহণ করে হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।