মির্জা ফকরুল সহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারে আমিরাত বিএনপির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ১৭ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
'৭১ এ স্বাধীনতার পর দেশ চালাতে ব্যার্থ হয়ে ৭৪ দুর্ভিক্ষ এনেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ যেখানে ব্যার্থ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে জিয়াউর রহমান সেখানে সফল। পরবর্তীতে শেখ হাসিনা যেখানে ব্যার্থ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে সফল। বর্তমানে আবারও অবৈধ সরকার যেখানে রাষ্ট্র পরিচালনা করতে চরমভাবে ব্যার্থ হচ্ছে ইনশাআল্লাহ আগামীতে দেশনায়ক তারেক রহমান সেখানে সফল হবেন। এই স্বৈরাচারী সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে এই সরকার। ইসলামি ব্যাংকসহ অনেক ব্যাংক আজ দেওলিয়ার পথে। এসব ধামাচাপা দিতেই আজ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করছে যা আমরা তীব্র ভাবে নিন্ধা ও ক্ষোভ প্রকাশ করছি।
মহান বিজয় দিবস কে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আমিরাত বিএনপির ১ম সম্মানিত সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ বলেন দুঃখ জনক হলেও সত্য বাংলাদেশের ইতিহাসের সমস্তটাই রক্তপাতের মাধ্যমে সংগঠিত হয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই স্বাধীন চেতা মানুষের রক্ত ঝরেছে, দেশ যখন চরমভাবে ব্যার্থ টিক তখনই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছে জনগন। বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছেন তিনি, অনভিপ্রেত হলেও সত্য যে আজ বাংলাদেশের অবস্থা অনেকটা আগের (তলা বিহীন ঝুড়ির) মত। আওয়ামী সরকার গত বেশ কয়েক বছর ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে গণতন্ত্র হরন করে কেড়ে নিয়েছে মানুষের মানবাধিকার, সব সেক্টর ই আজ ধ্বংসের দারপ্রান্তে, আবারো দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কে। বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের বক্তব্যে যা স্পষ্ট।
ইঞ্জিনিয়ার করিমুল হকের পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আহবায়ক কমিটির ১ম (স্বশরীরে) মিটিং এ উপস্থিত সকল সদস্য বৃন্দের বক্তব্যের আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১ম যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ ও আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন চৌধুরীর সদ্য প্রয়াত মাতৃদ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এস এম মোদাচ্ছের শাহ।