জি এম কাদের চেয়ারম্যান থাকতে পারবেন না, এমন কোনো নির্দেশনা নেই : চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জি এম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান থাকতে পারবেন না, এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভায় মুজিবুল হক চুন্নু এমপি এই কথা বলেন।
তিনি আরো বলেন, পার্টির বাইরের কারো কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হবার যুক্তি নেই। কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। তাই কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই।
এ সময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, মাখন সরকার, যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, মহিলা পার্টির যুগ্ম-আহ্বায়ক নাজমা আখতার এমপি, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, ওলামা পার্টির সদস্য সচিব এস এম আল জুবায়ের, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খান, জাতীয় আইনজীবী ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট লাকী বেগম, জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো: আল মামুন, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকার, জাতীয় মোটরশ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন প্রমুখ।