বিজয় দিবসে কুষ্টিয়ায় র্যালি ও কারাবন্দী নেতাকর্মীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ পিএম, ১৭ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপি'র বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে গ্রেফতারকৃত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রোকনউদ্দীন ও কুষ্টিয়া সদর থানা ছাত্রদল নেতা ইমরান হোসাইনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করে সান্ত্বনা প্রদান করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি যে কোন পরিস্হিতিতে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।