৭১ এর বিজয়ী জাতি ও জনগণকে আজ পরাজয়ের দিকে ঠেলে দেয়া হয়েছে : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:১৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৭১ এর বিজয়ী জাতি ও জনগণকে আজ পরাজয়ের দিকে ঠেলে দেয়া হয়েছে। আর একটি গণজাগরণের মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের দিশায় নিয়ে আসতে হবে।
আজ মহান বিজয় দিবসে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর কমিটির নেতা আবুল কালাম আজাদ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ রিয়েল, মীর রেজাউল আলম, আবদুল গনি খান, প্রদীপ রায় প্রমুখ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি, বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনসহ শ্রেণী গণসংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপনের পর স্মৃতি সৌধে পার্টির নেতা কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজের আকাঙ্খাকে বিদায় দিয়ে এক চরম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ও ক্ষমতা কাঠামো গড়ে তোলা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি দেশকে ক্রমে এক অনাকাঙ্ক্ষিত ভয়াবহ দূর্যোগ ও গৃহযুদ্ধের দিকে নিয়ে চলেছে।
তিনি বলেন, এই পরিস্থিতি একটি বিপুল সম্ভাবনায় দেশ ও জনগোষ্ঠীকে নৈরাজ্যে নিক্ষেপ করছে।
তিনি সংকট উত্তরণে সরকার ও সরকারি দলকে দমন নিপীড়ন ও প্রতিশোধাত্বক রাজনৈতিক পথ পরিহার করে অনতিবিলম্বে বিশ্বাসযোগ্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তরবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার আহবান জানান।