মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালন জেলা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালন করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা করা হয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে মানিকগঞ্জের শহরের একটি বিশাল বিজয় মিশিল বের করা হয়।
আফরোজা খান রিতা বলেন মহান বিজয় দিবসে সবচেয়ে বেশী মনে পড়ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তার ঘোষনায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার বন্দী করে রেখেছে, মহাসচিব সহ প্রায় ২ হাজার নেতা কর্মীকেও কারাগারে রেখেছে, তাদের সবাইকে মুক্তদিতে হবে।
তিনি আরও বলেন অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে,সংসদ ভেংগে দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবী জানান