দুর্বৃত্তদের হাত থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:২৯ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তারা।
এ সময় সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পার করলেও এখন পর্যন্ত সবার হাতে কাজ ও সবার মুখে ভাত তুলে দেওয়া যায়নি। লুটেরা দুর্বৃত্তরা দেশকে লুটপাট করে খাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।’
এ সময় সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে পাহাড় সমান বৈষম্য। ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও এখন অন্তত ২২০০ পরিবার সৃষ্টি হয়েছে, যাদের সম্পদ আকাশচুম্বী। দেশকে গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, বৈষম্যমুক্ত করা যায়নি। আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। এ জন্য রাজনীতিতে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্পশক্তির সমাবেশ গড়ে তুলতে হবে।’