বদলগাছীতে বিএনপির বিজয় দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সংগঠন, বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় দিবস র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এসে শেষ হয়। এরপর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ, রবিউল হাসান, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম, দেওয়ান নুরুন্নবী প্রমুখ।