নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খাগড়াছড়ি বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:২৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে খাগড়াছড়ি জেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) পরে বেলা ১১.৩০ঘটিকার সময় মহান বিজয় দিবসের র্যালি ও শহীদ বেদীতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলচনা সভা করে জেলা বিএনপি ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ ক্ষমতাসীন জোট সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। বাংলাদেশে এখন প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দেশে এখন যিনি বা যাঁরা ভিন্নমত পোষণ করেন, তাঁকে বা তাঁদের নানাভাবে ভয় দেখানো হয়, নির্যাতন চালানো হয়, গ্রেপ্তার করা হয়, গুম করা হয়।