বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জয়পুরহাটে বিএনপির বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৫৩ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জয়পুরহাটে মহান বিজয় পালন করছে জেলা বিএনপি।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, শহীদ আবুল কাসেম ময়দানে স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ ছামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কে,এম, ওবায়দুর রহমান চন্দন।
আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, সাধারণ সম্পাদক আদনান, স্বেচ্ছাসেবক দলের সামস মতিন, মহিলা দলের জাহেদা কামাল, সহ অন্যন্যরা।
বক্তারা বলেন, মহান বিজয় দিবসে সবচেয়ে বেশী মনে পড়ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তার ঘোষনায় মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা।
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া তারা বন্দী করে রেখেছে, মহাসচিব সহ প্রায় ২ হাজার নেতা কর্মীকেও কারাগারে রেখেছে, তাদের সভাইকে মুক্তদিতে হবে।
বক্তারা অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে,সংসদ ভেংগে দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবী জানান।