শ্রীপুর পৌর বিএনপির বিজয় র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৭ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে সকাল ১০টায় পৌর শহরের শ্রীপুর মাস্টার বাড়ি সড়কে বিশাল বর্ণাঢ্য বিজয় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সহ সভাপতি সাইফুল হক মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, সিনিয়র সহ সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, গণ শিক্ষাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সেলিম, জেলা বিএনপির সদস্য সাফায়েত হোসেন আকন্দ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হান্নান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আহসান কবির, জেলা জাসাসের সদস্য সচিব উবাইদুর রহমান সোহেল মন্ডল, পৌর সহ সাধারণ সম্পাদক মুনসর আহমেদ, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মিলন, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ সহ পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।