খুলনার ১১০ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় খুলনাতেও সরকারের অতি উৎসাহী আজ্ঞাবহ পুলিশ প্রশাসন খালিশপুর-দৌলতপুর থানা সহ মহানগর ও জেলার ৫ টি থানায় বিএনপির ১৭৪ নেতাকর্মীর নামে ৫ টি মিথ্যা ও হয়রানীমূলক গায়েবী মামলা দায়ের করে। এই ৫ গায়েবী মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মী খুলনা জেলা কারাগারে আটক রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দায়েরকৃত মামলার ১১০ নেতা-কর্মীর আগাম জামিন আদেশ মঞ্জুর করে হাইকোর্ট।
এ সময় খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে আসামীদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ।