ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে ঝিনাইদহ শহরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সমম্পাদক জাহিদুজ্জামান মনা, সাজেদুর রহমান পাপ্পু, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বস, মাহবুবুর রহমান শেখর, আশরাফুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন, আবুল বাশার বাঁশি, কামাল উদ্দীন, জাহিদ জোয়ারদার, লোকমান হোসন, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা বেগম প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, বাংলাদেশকে মেধাহীন ও মেধাশুন্য করার জন্য সেদিন পাকবাহিনী তাদের এদেশের দোসরের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।
তিনি আর বলেন, বিএনপি সবসময় এই দিবসে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে।