একদলীয় শাসনের চাপে দেশের জনগণ আজ অবরুদ্ধ : এড. মনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, একাত্তরের দোসরের দল জাতিকে যেভাবে মেধাশূন্য ও ধ্বংস করতে ১৪ ডিসেম্বরের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বর্তমান সরকারও সেই পথে হাটছে। তারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মামলা হামলা দিয়ে দেশে স্বৈরতন্ত্র চালু করেছে। দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করাই আমাদের দায়িত্ব। শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনার জন্য প্রাণ দিয়ে গেছেন সেই চেতনাকে আমরা পুনরুদ্ধার করতে কাজ করছি।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমাদের গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত। দেশে আজ মানবাধিকার নেই। কেবল চলছে নিপীড়ন নির্যাতন, জুলুম, হত্যা, গুম, খুন আর নির্বিচারে গুলি। এই পরিস্থিতিতে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছে। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একদলীয় শাসনের চাপে বাংলাদেশের জনগণ অবরুদ্ধ অবস্থায় আছে। এখান থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি যুদ্ধ, আরেকটি অভ্যুত্থান প্রয়োজন। সে যুদ্ধে বিজযী হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভীরুল আজম, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, এড. এস আর ফারুক, চৌধুরী কাওসার আলী, আনিসুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, হাবীবুর রহমান, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, খান ইসমাইল হোসেন, শাহ মো. জালাল, ওহিদুজ্জামান হাওলাদার, সিরাজুল ইসলাম লিটন, এড. মারুফ হোসেন, আসাদুজ্জামান হারুন, এস এম মনির, মোস্তফা কামাল, রিয়াজুল কবির, ডা. আব্দুস সালাম, মো. নজরুল ইসলাম, জি এম মঈন উদ্দিন, মাহবুব উল্লাহ শামীম, মোল্লা সালাউদ্দিন বুলবুল, আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. জাহিদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে গল্লামারী স্বাধীনতা সৌধে পুষ্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।