গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনের জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:০৯ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি মরহুম সোহরাব উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ বুধবার বাসন মেট্রো থানা অধীনস্থ ঈদগার মাঠে সকাল, ৮,০০ ঘটিকায়।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর সকাল ১০,০০ ঘটিকায়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ও সাবেক মন্ত্রী জনাব বরকতউল্লাহ বুলু, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল শাহ হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর জামাত ইসলাম এর আমির অধ্যাপক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদ মোঃ খাইরুল হাসান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম নেওয়াজ উদ্দিন সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।