আটক জেটেব সভাপতি ফখরুল আলমের পরিবারের সাথে ডা. জাহিদের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:২২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত "৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ" শেষে জাতীয় প্রেসক্লাব থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ - জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম এর বাসায় পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে উপস্থিত হন বিএনপি'র অন্যতম ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এর নবনির্বাচিত আহবায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং জেটেব এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।