রংপুর মহানগর বিএনপি‘র বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০১ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপিত সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে এবং মকবুল হোসেন হত্যার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মিছিল টি গ্র্যান্ডহোটেল মোড় থেকে বের হলে পুলিশ তাতেঁ বাধাঁ দেয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট একরামুল হক, সামসুজ্জোহা সাজু, নাজমুল আলম নাজু প্রমূখ।