নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৪৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের মুক্তির দাবীতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মাঝিরকান্দা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চালনাই ব্রিজে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, দোহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মাসুম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম নীরবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৭ ডিসেম্বর রাতে ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক কে গ্রেফতার করে পুলিশ।