ময়মনসিংহে উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলায় তান্ডব, এক নেতাকে গুলি করে হত্যা, দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিচার দাবি করেন তারা।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।
এ সময় জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, আবুল খায়ের বাবুল, আজিজুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট শাজাহান কবীর সাজু, হারুন অর রশিদ, আব্দুস ছাত্তার, উত্তর জেলা যুবদল সভাপতি শামসুল হক শামছু, মহিলাদলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন প্রমূখ।
সমাবেশে অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম বলেন, একের পর এক অন্যায় অত্যাচারে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের মধ্যে রাখছে বর্তমান অবৈধ সরকার। কিন্তু এসব করে কোন লাভ হবে না। এই সরকারের পতন ঘনিয়ে এসেছে। অচিরেই চূড়ান্ত আন্দোলনে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।