নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শনে কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ এএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নয়াপল্টনে পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে এসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কর্নেল অলি আহমদের সাথে এলডিপির সিনিয়র নেতারা ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ।
উল্লেখ্য, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গত ৭ ডিসেম্বর বিকলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর অফিসে আটকে থাকা নেতাকর্মীদের গ্রেফতার করতে ঢুকে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। এ দিন থেকেই তালাবদ্ধ করে রাখে পুলিশ। পুলিশের সাথে নেতাকর্মীদের এ সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক নেতাকর্মীকে আটক হন।