বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। রবিবার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় ইশরাক হোসেনসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে মামলাটি করেন। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম আজ সোমবার বলেন, ১০ ডিসেম্বর গোলাপবাগের পপি গলিতে পুলিশের ‘ব্লক রেইড’ চলছিল। এ সময় পুলিশের ওপর হামলা ও টহলগাড়ি ভাঙচুর করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে জখম করেছেন। ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিগত নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।