রাজশাহীতে কৃষকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য জাকিরুল ইসলাম বিকুল ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদল রাজশাহী জেলা শাখার সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু। জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আরিফ, আলাল হোসেন, জাহেদুর ইসলাম, শাহাদত হোসেন রনি ও শামিম আহম্মেদ। এছাড়াও কৃষকদল জেলা শাখার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। সরকার ভীত হয়ে ঢাকার গণসমাবেশ প- করার জন্য নানা ষড়যন্ত্র, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর বর্বোরোচিত হামলা করে একজন নেতাকে হত্যা ও শত শত নেতাকর্মীকে আহত করেছে। শত শত নেতাকর্মীরনামে মামলা দিয়েছে। আটক করেছে। সেইসাথে রাতের অন্ধকারে দলের মহাসচিব ও স্থায়ীয় কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাসকে আটক করে নিয়ে যায় ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এত কিছুর পরেও ঢাকার গণসমাবেশ সর্বোকালের সর্বশ্রেষ্ঠ গণসমাবেস হয়। সারা ঢাকা শহর অচল হয়ে পরে।
শত চেষ্টা করেও যখন ঢাকার গণসমাবেশ যখন রুখতে পারেনি এখন আবার নতুন ষড়যন্ত্র করে মহাসচিবসহ কাউকে জামিন না দিয়ে আবারও কারাগারে পাঠিয়েছে। কিন্তু এতেও কোন লাভ হবেনা বলে উল্লেখ করেন তিনি। এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করে মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে যোগদানের জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দদের আহ্বান জানান প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশকে কৃষিতে সমৃদ্ধ করতে, কৃষকের ন্যায্য পাওয়া আদায়ে এবং দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য বিএনপি’র প্রতিষ্ঠা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উন্নয়নের রুপকার, গণতন্ত্রের পুরোধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। সেই থেকে দলটি কৃষকদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতের এই ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে সরকার পতানের লক্ষে সকল প্রকার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে সভা শেষ করেন সভাপতি।