মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আজ নয়া পল্টনের কার্যালয়ে আসেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা কার্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন।
এসময় খন্দকার মোশাররফ বলেন, গত ৭ তারিখ অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। যেভাবে হামলা চালানো হয়েছে তা বিশ্বে নজিরবিহীন, নিন্দা করার ভাষা নাই। অফিস থেকে সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয়েছে, ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব গ্রেফতারের উদ্দেশ্য ছিল ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা। মধ্যমপন্থি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের কর্মসূচি পালন করেছে।
বিএনপি মহাসচিবের কক্ষছবি: নাসিরুল ইসলাম
তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরে যা প্রত্যাশা করেছিলাম, তার থেকে বেশি জনসমাগম হয়েছে। তারপরও সরকার যদি এটাকে ব্যর্থ বলে, তাহলে কিছু বলার নাই। সরকার দিশেহারা, তারা কোন সময় কী বলবে, তা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না। দেশের জনগণও জানে সরকার যা বলে তা করে না।’
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মইন খান বলেন, ‘১০ তারিখের সমাবেশের লক্ষ্য ছিল বর্তমান সরকারের চরিত্র মানুষের সামনে তুলে ধরা। বিরোধী দল সরকারের একটি অঙ্গ, তাদের নিশ্চিহ্ন করে দিলে রাষ্ট্র থাকতে পারে না এবং নেইও।’
বিএনপি স্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের নির্দেশে তাদের দলের কর্মীরা ১০ তারিখ ঘিরে এমন কোনও অপকর্ম নাই যে করেনি। জনগণকে আতঙ্কিত করছে সরকার। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করবো এবং এই সরকারের বিদায় জানাবো।’