ফখরুল-আব্বাসসহ বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পল্টনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি আজ দুপুরে অনুষ্ঠিত হবে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে এ জামিন শুনানি হবে।
জামিন চাওয়া বিএনপির শীর্ষ নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।
গতকাল তাদের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমে বলেন, মির্জা ফখরুল খুবই অসুস্থ। অসুস্থ বিবেচনায় তার জামিনের আবেদন করেছি। এছাড়া এ মামলার এজহারনামী আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল জামিন পেয়েছেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দলের ৪৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পল্টন মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। ওইদিনই ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ মামলায় ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর হামলা চালানোর জন্য দলীয় সদস্যদের উসকানি দেয়ার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।