যুবদল সভাপতি টুকুসহ ৭ জনের জামিন আবেদন নাকচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর পল্টন থানার করা মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত জনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আজ রবিবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনের আবেদন করা অপর আসামিরা হলেন— মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।
এর আগে, গত ৯ ডিসেম্বর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০ বা ১৫০ অজ্ঞাত আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হন। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করেন মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হন।