সোনারগাঁ উপজেলা বিএনপির ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ এএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের দীর্ঘ দুই মাস পর এই তালিকা প্রকাশ করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা এই কমিটিতে স্থান পেয়েছেন।
এর আগে গত ৮ অক্টোবর জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদ ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দিয়েছিলেন। কমিটিতে ৯ জনকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমী ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান ভুঁইয়া মাসুমকে।
এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান জানান, গত ৮ অক্টোবর কমিটির অনুমোদন দিলেও ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এবং নেতাকর্মীদের হামলা ও মামলা থেকে রক্ষা করতে কৌশল হিসেবে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়নি।