বিএনপির ১০ দফাকে সমর্থন ন্যাপ ও ডেমোক্রেটিক লীগের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পিএম, ১০ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ১০ দফা দাবিকে সমর্থন জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও ডেমোক্রেটিক লীগ।
আজ শনিবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী বলেন, বর্তমান অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের বাধা বিপত্তি হামলা মামলা গুলি, মৃত্যু, গ্রেফতার ও নানাভাবে হয়রানি ও হটকারিতা উপেক্ষা করে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে পারায় বিএনপি নেতৃত্ব এবং দেশের সাহসী আত্মনিবেদিত জনগণকে অভিনন্দন জানাচ্ছি।
বিএনপির সমাবেশ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষিত হয়েছে। আমরা এই ১০ দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোষিত সকল নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। চলমান আন্দোলনে নিহত সকল সহযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করছি।