ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মহাসড়কের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের সামনে অবরোধ করেন তারা। এতে সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সড়কে চলাচলরত কয়েক হাজার মানুষ। যাত্রীদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে বেঞ্চ ফেলে অবস্থান নেন। এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তাদের হুঁশিয়ারিমূলক স্লোগান দিতে দেখা যায়। অবরোধে আটকা পড়া এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোষানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। একঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’
এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল গণমাধ্যমকে বলেন, ‘নয়াপল্টনে বিএনপি নেতাকর্মী কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রতিবাদে আমাদের এ অবস্থান কর্মসূচি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অরাজকতার প্রতিবাদে মহাসড়কে অবস্থান নিয়েছি। তবে এম্বুলেন্স সহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রাখছি।’ জাবি সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের এ অবস্থান কর্মসূচি। আমরা ছাত্রনেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের আশস্ত করেছে অল্পসময়ের মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নিবে। কিন্তু অবরোধের মধ্যেও জরুরি সেবাগুলো সচল রয়েছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আমরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বলে সড়কে দ্রুত যানচলাচল স্বাভাবিক করব।