সকাল ১১টায় বিএনপির সমাবেশ শুরু হবে : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
খন্দকার মোশাররফ বলেন, জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচার নতি স্বীকার করতে হয়েছে। ইতিহাস তাই বলে। বর্তমান সরকারকেও জনগণের দাবির সামনে ইনশাআল্লাহ, নতি স্বীকার করতে হবে। এটা আমাদের প্রত্যাশা।
‘ইতোপূর্বে ৯টি জনসমাবেশ জনগণ শান্তিপূর্ণভাবে সফল করেছে। এতে সরকার ভীত হয়ে ঢাকা বিভাগীয় সমাবেশ বাধা দিতে তারা হীন ষড়যন্ত্র করেছে। আমরা এই ধরনের ষড়যন্ত্রকে ধিক্কার জানাই,’ বলেন তিনি।
গোলাপবাগ মাঠের সমাবেশ সকাল ১১টা থেকে শুরু হবে জানিয়ে ড. মোশাররফ হোসেন বলেন, যারা ভবিষ্যতে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকবেন। আগামীকালের সমাবেশে তারা শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকবে এবং ঢাকার সকল পর্যায়ের জনগণকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে আগামী দিনে সরকারকে বিদায়ের জন্য দফা ঘোষণা করব।’
এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।