ডিবি অফিস থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপি নেতৃবৃন্দকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ এএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ডিবি অফিস থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে গত বুধবার নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা নিক্ষেপের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার মামালায় গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান। তারও আট ঘণ্টা আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বরে অভিযোগ করে পরিবার ও দলীয় সূত্র।
এদিকে আজ শুক্রবার বেলা ৪টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডিবি পুলিশ।
বলা হচ্ছে, একটু পরেই তাদের আদালতে সোপর্দস্ত করা হবে।