রাজধানীর প্রবেশপথে পুলিশের কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ এএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি কেন্দ্র। ঢাকায় ঢুকতে সবাইকে চেক করছে পুলিশ।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া আশুলিয়ারসহ আরো কয়েকটি স্থানে চেকপোস্ট বসেছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
আগামী শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের স্থান নিয়ে শুরু হয় উত্তেজনা। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান
এই গণসমাবেশকে কেন্দ্র করে গত বুধবার নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এতে একজন মারাও যান। এরপর থেকে সতর্ক অবস্থান নেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রবেশগুলোতে যানবাহনে তল্লাশি করা হয়।
ডিএমপির ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টর নুরুল ইসলাম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। দেশের মানুষকে ভালো রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ।এ মহাসড়কে পুলিশের অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে।