ভুল পথে হাটছেন প্রধানমন্ত্রী : ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ এএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, সংলাপ না গিয়ে পরিস্থিতি সংঘাতে দিকে ঠিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷
আজ শুক্রবার তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন।
এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র্যাকডাউনে নেমেছে পুলিশ।
আর গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।