মিটিংয়ে বসেছেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ এএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতির করণীয় নির্ধারণ করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসেছেন।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আজ ভার্চুয়ালি এ মিটিং শুরু হয়।
বিএনপি'র মিডিয়ার সেলের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার শেষ রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসভবন থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ পরিস্থিতিতে আগামীকালের ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে করণীয় ঠিক করা হবে এ বৈঠকে।
বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।