বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি, হামলা, পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা মকবুল হোসেন নিহত, শতাধিক আহত ও নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের নবাব বাড়ী রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপি নেতারা পুলিশ কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডার পর ফিরে এসে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করে।
বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়াারম্যান তৌহিদুল আলম মামুন, বিএনপির নেতা এনামুল কাদির এনাম, শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক স্বাধীন কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর রিগ্যান, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মইনুল হক বকুল, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ সুজন প্রমুখ।