এক ধাওয়ায় পুলিশের হাত-পা ধরা শুরু করেছে বিএনপি : হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর মত সামনে কিছু লোক দেখে জোশে হুঁশ হারিয়ে বেহুঁশ হইয়েন না। শেষে উপায় পাবেন না। শিশু বক্তাকে পুলিশ ধরার পর পুলিশের পায়ে ধরে বলে স্যার জোশে ভুল করে ফেলেছি। আপনারাও সামনে কিছু লোক দেখে জোশে হুঁশ হারিয়েছিলেন, এক ধাওয়ায় পুলিশের হাত-পা ধরা শুরু হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি বলেছিল ১০ তারিখের পর নাকি দন্ডিত খালেদা জিয়ার আদেশে দেশ চলবে। তাদের আরেক দন্ডিত নায়ক তারেক রহমান, যে মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে পালিয়ে গিয়েছিলেন, তিনি নাকি বীরের বেশে দেশে ফিরবেন। মুচলেকা দিয়ে পালানো নেতা কী করে বীর হয়?
তিনি বলেন, আমি বিএনপিকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সন্ত্রাসী কান্ড করবেন না। সন্ত্রাসী কান্ড করলে আমরা কতটা কঠোর হতে পারি সেটা টের পাবেন। পল্টনে বিএনপি পুলিশের ওপর হামলা করেছিল উল্লেখ করে হানিফ বলেন, তারা সারাদেশে সভা সমাবেশ করেছে, আমরা বাধা দেইনি। পল্টনে অবৈধভাবে সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করে বস্তাভর্তি বোমা নিয়ে অবস্থান নিতে চেয়েছিল। পুলিশ অবস্থান ছাড়তে বললে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে। এ সময় দলের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে পাড়া মহল্লায় অবস্থান নেয়ার নির্দেশ দেন তিনি। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।