ঢাকায় হামলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:০৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ ববি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কোতয়ালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম রাজু প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা ও গণগ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না। স্বৈরাচারী শাসনের পতন নিশ্চিত। আগামী রাজপথে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে।