ঢাকায় গণগ্রেফতার, বর্বরোচিত হামলার প্রতিবাদের লন্ডন বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আওয়ামী বাকশালী পুলিশ কর্তৃক মকবুল হোসেন সহ বিএনপির নেতাকর্মীদের হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা কর্মীদের গণগ্রেফতার, বর্বরোচিত হামলা, নির্যাতন, শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদানসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক ১০ ডাউনিং স্ট্রীট এর সামনে বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়।
নেতার বলেন, তীব্র ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী ১০ নং ডাউনিং ষ্ট্রীট মূর্হুমূহ স্লোগানের মাধ্যমে হত্যার ও সন্ত্রাসে কায়েম করা আওয়ামি ফ্যাসিজমের প্রতিবাদ করেছে। এসময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সকল মামলা তুলে নেওয়ার দাবি জানান।
এম এ মালিক, সভাপতি ও কয়ছর এম আহমেদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্য এর আমন্ত্রণে তাৎক্ষণিক এ প্রতিবাদ সভায় যুক্তরাজ্যে বসবাসরত দেশপ্রেমীক ও জাতীয়তাবাদী আদর্শের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার শাহজাহান, ব্যারিষ্টার ওয়াসিফুর রহমান তালুকদার, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক জাবি ছাত্রদল নেতা নিয়াজ লিংকন, বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, ব্যারিষ্টার হাফিজ আহমেদ, ব্যারিষ্টার সাইফুল, মহিলা দল নেত্রী আনজানা বেগম, বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রমুখ । সভায় সর্বস্তরের নেতা কর্মী ও জনতার উপস্থিতি দেখা যায়।