নয়াপল্টনে হামলার প্রতিবাদে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা উস্কানিতে পুলিশের অহেতুক হামলা এবং পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপির কেন্দ্রীয় নেত্রবৃন্দ সহ স্রাধিক নেতা-কর্মী গ্রেফতার, হয়রানী, আহত করার প্রতিবাদে আজ দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের গোয়ালচামট স্বর্ণকুটির বিপণী বিতানের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে গোয়ালচামট মাইক্রোস্ট্যাান্ড এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি অনিক খান জিতু, সহ-সভাপতি এনামুল করিম রেজা, সহ-সভাপতি শাফায়েত বিন সজিব, যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার হেসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক এম মামুন রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ খান অহন, সহ দপ্তর সম্পাদক বায়েজিদ শেখ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন হামলা মামলা ও গুলি করে জনগনের কণ্ঠ রোধ করা যাবে না। অবিলম্বে গ্রেফতার কৃত নেতৃবৃন্দের নিঃশ্বর্ত মুক্তি দাবী জানান বক্তরা।