ঢাকায় গুলীকরে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকায় বিএনপি প্রধান কার্যালয়ের সামনে বিনা উস্কানীতে গুলী করে পল্লবী থানার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি বিক্ষোভ করেছে।
আজ বুধবার দুপুরে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, আব্দুস সালাম, সাজু মিয়া, প্রভাষক শাহীন আলম প্রমুখ।