নয়াপল্টনে হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ হালিম বলেছেন, শুধুমাত্র বিএনপিকে দমন করার জন্য আবারো হামলা, গায়েবি মামলা দিয়ে নেতকর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। নিজেদের কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে সরকার। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে। এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত। সেই পরিকল্পনার অংশ হিসাবে কাল্পনিক ও গায়েবি মামলা দায়েরের ঘটনা নিত্য ঘটছে। কিন্তু হামলা-মামলার মাধ্যমে বিএনপিকে ধমিয়ে রাখতে পারেনি, পারবেও না। বিএনপি কোন সময় আপোষ করেনি। এসব বানোয়াট মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে পারবে না।
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তব্যে এমএ হালিম এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মআহাবায়ক ইউনুস চৌধুরী, ইন্জিনিয়ার বেলায়েত, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অধ্যাপক কুতুব উদ্দীন বাহার, আবু আহাম্মদ হাসনাত, মোহাম্মদ জাকের হোসেন, কাজী মহিউদ্দীন, মোহাম্মদ ছিদ্দিক, দিদারুল ইসলাম মাহমুদ, সরোয়ার সেলিম, মোহাম্মদ এজাহার, ফিরোজ আহম্মদ, এন এইচ বাবুল, সাবের সুলতান কাজল, মনছুর আলম, এমএ হাসেম, এমএ মান্নান, বদিউল আলম, সালামত উল্লাহ, সরোয়ার কামাল, মো: ইদ্রিস মিয়া, সাকাওয়াত হোসেন রাসেল, মোহাম্মদ একরাম, জানে আলম, মুছা মেন্বার, তাহেরা মহরম, মিয়া মোহাম্মদ শাহাজাহান, ইরফানুল হাসান রকি, মোহাম্মদ আহসান, আকরামুল আজিম, মহিউদ্দীন জিবন, জহির উদ্দীন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না। স্বৈরাচারী শাসনের পতন নিশ্চিত। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন।