ঢাকায় হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের অতর্কিত হামলার ও গুলিবর্ষণে একজন নিহত, শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলটি কলাবাগান মিল্লাত চত্বর হতে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাঙ্গাব্রীজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের অতর্কিত হামলা, শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, এ্যানী, খোকন সহ নেতাকর্মীদের গুলিবিদ্ধ করার তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।