পল্টনে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-গ্রেফতারের প্রতিবাদে জামালপুর বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ এএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অতর্কিত হামলা ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, এ্যানী, খোকনসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ফিশারী পাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিশারী মোড়ে গিয়ে শেষ হয়।
এখানে বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, সদস্য আব্দুর রাজ্জাক লিটন, মমিনুর রহমান মমিন, তরুন হাসান কাজল, শহর বিএনপির যুগ্মআহবায়ক নজরুল ইসলাম মুক্তা, শহর তাঁতী দলের সদস্য সচিব ফরাশ উদ্দিন লিটন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা পল্টনে বিএনপির কার্যালয়ে পুলিশের অতর্কিত হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।