বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ এএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:২০ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের মুহুর্মুহু রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড আর বিএনপি নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টনসহ আশপাশ এলাকা। তাদের সঙ্গে যোগ দেন সোয়াত পুলিশের সদস্যরা। এতে একজন নিহত ও পুলিশসহ শতাধিক আহত হন। আহতের মধ্যে অন্তত ২৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশিরভাগই বিএনপি কর্মী ও গুলিবিদ্ধ।