কার্যালয়ে প্রবেশে বাঁধা, ফুটপাতেই অবস্থান বিএনপি মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধাদানের পর কার্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতেই অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিকেল ৫টায় তাকে এ অবস্থান নিতে দেখা যায়। এর আগে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলেও তাকে কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি।
তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।
তার গ্রেফতারের নিন্দা জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।