আড়াইহাজারে গায়েবী মামলায় গ্রেপ্তার বিএনপির আরও ৩ কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ এএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলায় পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় আরো ৩ জন বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে ও গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত আক্কাছ আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য সেলিম (৪৩), সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০) ও গোপালদী পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কলাগাছিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে আলী হোসেন (৪৫)।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান, বিএনিপর নেতা কর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায় পুলিশের এস আই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় উক্ত ২ জনকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আাদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগাওে পাঠানোর নির্দেশ দেন।