গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ এএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:০৭ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চলমান আন্দোলনকে গতিশীল করতে দ্বিতীয়বারের মতো গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।
আজ বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের এ বৈঠক শুরু হয়।
সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।