উপসচিবের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর ইস্কাটন এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার রাতে ১৩ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমেনা আক্তার।
আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
হাতিরঝিল থানা-পুলিশের একটি সূত্র জানায়, যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামানের। গৃহকর্মী দেড় বছর ধরে উপসচিবের বাসাতেই কাজ করত।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, গৃহকর্মী আমেনার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। বাবার নাম মো. মামুন।
পুলিশ জানায়, গতকাল রাতে ইস্কাটনের একটি বাড়ির আটতলা থেকে গৃহকর্মী আমেনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল আমেনার লাশ। তবে ময়নাতদন্ত ছাড়াই আজ সকালে গৃহকর্মীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।