যুবদল নেতাদের মুক্তি দাবিতে ময়মনসিংহে উত্তর জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুু ও সহ-সভাপতি নূরুল ইসলাম নয়নের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল।
আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে দিকে গৌরীপুর পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
পরে বিক্ষোভকারিরা সংক্ষিপ্ত সমাবেশ করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দাবি করেন।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামসুল হক শামছু।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, ইলিয়াস উদ্দিন, নিজাম খান, সহ প্রচার সম্পাদক জুয়েল মন্ডল, সাবেক ছাত্রনেতা শাহ ওবায়দুল্লাহ সুমন প্রমূখ।